টেকনাফের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আহাম্মদ আর নেই!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑ 
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ফেরদৌস আহাম্মদ জমিরী হুজুর আর নেই।

পরিবার সূত্রে জানা যায়,১৪জুন (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া কুতুপালং (এমএসএফ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট সহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে চারিদিকে নেমে এসেছে শোকের ছায়া।

তথ্য সূত্রে আরো জানা যায়, তিনি করোনা সন্দেহে টেকনাফ হাসপাতালে নমুনা দিয়েছিলেন।
তবে সেই রিপোর্টের সত্যতা এখনো জানতে পারেনি তার পরিবার।

টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে কক্সবাজার জার্নাল ডটকম পরিবার গভীরভাবে শোকাহত।

এক শোক বার্তায় কক্সবাজার জার্নাল ডটকমের  উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।

আরও খবর