টেকনাফ প্রতিনিধি ◑
বঙ্গোপসাগরে টানা ৬৫দিন মৎস্য শিকার ও ক্রাস্টাসিয়ান্স (২০ মে থেকে ২৩ জুলাই পযর্ন্ত) মাছ ধরা নিষিদ্ধ করেছে।
এরই ধারাবাহিকতায় সরকারি কার্যক্রম বাস্তবায়নের লক্ষে কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে ৪০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০০ কেজি মাছ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টেকনাফ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল, বাহারছড়া ও টেকনাফ সদরের, মহেষখালীয়াপাড়া, লম্বরী, রাজারছড়া ও তুলাতলি পর্যটন মৎস্যঘাট এলাকায় অভিযান চালানো হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিট মো আবুল মনসুর।
অভিযানে সঙ্গে ছিলেন-উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, নৌ-পুলিশের (এসআই)কমলেশ প্রমূখ।
মো আবুল মনসুর বলেন, সরকারি আদেশ অমান্য করে মাছ শিকার করার সময় ৪০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০০কেজি মাছ জব্দ করা হয়েছে।
পরে স্ব স্ব এলাকায় জব্দ করা জালগুলো পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে।জব্দ করা মাছগুলো গরীব লোকজনের কাছে বিতরণ করা হয়েছে।
টেকনাফ উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সাগরের মাছ ধরা থেকে বিরত থাকার জন্য শুরু থেকে এলাকা এলাকা মাইকিং ও জেলেদের সঙ্গে উঠান বৈঠক করা হচ্ছে।
জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১২লাখ টাকা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-