বলরাম দাশ অনুপম ◑
করোনা মহামারি ও কঠোর লকডাউনের মাঝেও কক্সবাজারে থেমে নেই মাদক ব্যবসা। শহরের চিহৃিত মাদক ব্যবসায়ীরা লকডাউনে প্রশাসনের ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা৷
এরই ধারাবাহিকতায় কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়া থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে৷
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টীম এই অভিযান চালায়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইউছুফ আলীর (৫৯)। সে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মতলবপুর আটিয়াবাড়ি গ্রামের (বর্তমানে কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়া) মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, এই ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-