রামুতে বাংলা মদসহ যুবক আটক, অটোরিকশা জব্দ

জাহেদ হাসান ◑


কক্সবাজার রামু থানা পুলিশ দক্ষিণ মিঠাছড়িতে অভিযান চালিয়ে অটোরিকশা যুগে বাংলা মদ পাচারকালে এক মাদক পাচারকারীকে আটক করেছে।

শুক্রবার (১২জুন)রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই গনেশ চন্দ্র শীল সঙ্গীয় ফোর্সসহ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কালাখন্দকার পাড়া হতে অটোরিকশা করে বাংলা মদ পাচারের সময় অভিযান চালিয়ে ৪০ লিটার বাংলা মদসহ চালককে আটক করে।

আটক যুবকের নাম মোঃ এরশাদ, পিতা, সুরুত আলম সাং, পানের ছড়া শিয়া পাড়া ৫ নং ওয়ার্ড, দক্ষিণ মিঠাছড়ি , রামু,-কক্সবাজার।

এবিষয়ে রামু থানার এসআই গনেশ চন্দ্র শীল জানান,আটক আসামী থানা হেফাজতে রয়েছে আগামীকাল তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর