গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ ২ বিজিবির অভিযানে ফের দুই মাদক ব্যবসায়ী আটক। একটি ইয়াবাবর্তী ব্যাগ উদ্ধার।
বিজিবি তথ্য সূত্রে জানাযায়, গত ১১জুন (বুধবার ) গভীর রাতের দিকে টেকনাফ ২বিজিবির আওয়তাদ্বীন হ্নীলা লেদা বিওপির দায়িত্বরত বিজিবি সদস্যরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে হ্নীলা নয়াপাড়া জাইল্যাঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে।ইয়াবাবর্তী একটি ব্যাগসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
ধৃত ব্যক্তিরা হচ্ছে হ্নীলা নয়াপাড়া জাইল্লাঘাট এলাকার আহমদ হোছনের পুত্র মাদক পাচারে জড়িত মোঃ আলী হোসেন (৩৫) এবং মৃত মীর আহমদের পুত্র মোঃ সালাম (৩০) কে আটক করে।
এরপর পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ২হাজার, ৯শ, ৯৭পিস ইয়াবা,আসামীদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন পাওয়া যায়।
এদিকে আটকৃত দুই অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্য্যক্রম শেষ করার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান (পিএসসি) বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তঘেঁষা নাফনদীর বেশ কয়েকটি পয়েন্ট ব্যবহার করে মাদক কারবারে জড়িত অপরাধীরা তাদের বিভিন্ন কৌশলে তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তবে তাদের সেই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা সদা প্রস্তুত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-