গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
- একদিনে সংক্রমিত ১৮জন
সারা দেশের ন্যায় পর্যটন নগরী কক্সবাজারের টেকনাফেও করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে!
তারই ধারাবাহিকতায় টেকনাফবাসীকে করোনার আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে উপজেলা প্রশাসনের বিভিন্ন সংস্থার দায়িত্বত সদস্যরা। পাশাপাশি আক্রান্ত রোগী সঠিক স্বাস্থ্য সেবা প্রদান এবং করোনার প্রতিরোধে জনগনকে সচেতন করার জন্য প্রতিনিয়ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত চিকিৎসকরা।
অনুসন্ধানে দেখা যায়, টেকনাফের বেশীর ভাগ মানুষ সঠিক ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলছেনা! এতে দিনের পর দিন করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
এদিকে টেকনাফ উপজেলা থেকে করোনার সংক্রমন কমাতে গত ৭জুন থেকে টেকনাফ পৌরসভার ৯টি ওয়ার্ডকে ‘রেড’ জোনের আওয়তাই নিয়ে আসা হয়েছে।
এত কঠোরতার মধ্যেও ১০ জুন(বুধবার) কক্সবাজার ল্যাবে নতুন করে আরো ১৮জন কোরনা রোগী সনাক্ত হয়।
তারা হচ্ছে, টেকনাফ পৌরসভা ৮নং ওয়ার্ডের মোঃ নাসির উদ্দিন (৩৮), একই এলাকার, কাজী শায়লা পারভীন(৩৩), টেকনাফ নয়াপাড়া এলাকার আব্দুল গফফার (৫৭), টেকনাফ ডেইল পাড়ার শফিকুল ইসলাম (৩৬), মোঃ আনাস সেকান্দার (১৩), টেকনাফ পৌরসভা ৬নং ওয়ার্ড সাইফুল ইসলাম (১৮), ২নং ওয়ার্ড এলাকার কিশোরী কন্যা নুর কালিমা (১১), একই এলাকার কানিজ ফাতেমা (৩৩), তাসলিমা আক্তার (২৮), হ্নীলা লেদা এলাকার এমএসে পপি (১৩), ক্যাম্প-২৪ ডি বল্কের রোহিঙ্গা নারী রুকেয়া (৩২), আলী হোসেন (৪৯), মোহাম্মদ ইলিয়াস(১৮), সাইফুল্লাহ(২৭), মোঃ রাসেল(২০), মোঃ জুবায়ের(২৪), জেসমিন (১২), শফিক আহমেদ (২৮)।
এব্যাপারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্নধার ডাক্তার টিটু কুমার শীল বলেন কোভিট-১৯ রোগে আক্রান্ত গুরুতর রোগীদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তিক শনাক্ত করে রামু আইসোলেশনে পাঠানো কার্যক্রম চলছে।
যে সমস্ত রোগীরা আক্রান্ত হওয়ার পরও স্বাভাবিক রয়েছে সেই সমস্ত রোগীদের হোম কোয়ারেন্টাইনে রেখে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা সেবা গ্রহন করার জন্য সঠিক দিক নির্দেশনা মুলক পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, টেকনাফ উপজেলায় শুরু থেকে এ পর্যন্ত সর্বমোট ৭৩জন করোনায় সংক্রমিত হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-