জাহেদ হাসান :
চট্রগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৪শত পিস ইয়াবাসহ কক্সবাজারের রামু উপজেলার বেদারুল আলম বেদার নামক এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
গত ৯ জুন(মঙ্গলবার)রাত ৮ টার দিকে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মুহাম্মদ রুহুল আমীন এর নেতৃত্বে ৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি কোতোয়ালী থানাধীন লালদীঘির পাড়স্থ জহুর হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪০০ পিস ইয়াবাসহ ওই পাচারকারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-