টেকনাফে ইয়াবাসহ দুই দালাল আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑

টেকনাফ ২বিজিবি সদস্যদের অভিযানে মানব পাচারে জড়িত শফি ও আইয়ুব নামে দুই মানব দালালকে ইয়াবাসহ আটক করেছে।

তথ্য সূত্রে জানা যায়, ১০জুন (বুধবার) সকাল সাড়ে ৬টার দিকে টেকনাফ ২বিজিবির একটি বিশেষ টহল দল ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে বিশেষ হ্নীলা ইউনিয়ন জাদিমোরা জাইল্যা ঘাট সংলগ্ন নয়াপাড়ায় শফিকুর রহমান ওরফে ‘ঘাইট্টা শফির’ দোকানে অভিযান পরিচালা করতে গেলে অপরাধীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে ঐ এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র মোঃ শফিকুর রহমান ওরফে ঘাইট্টা শফি (৬০), মীর আহমদের পুত্র মোঃ আইয়ুব (৪০) কে আটক করতে সক্ষম হয়। এরপর বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাশী করে ২ হাজার,৩পিস ইয়াবা পাওয়া যায়।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২বিজিবি অধিনায়ক
লে.কর্নেল ফয়সল হাসান খান কক্সবাজার জার্নালকে বলেন,আটক দুই অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয়দের সূত্রে আরো জানা যায়, নাফনদীর সংলগ্ন ঐ পয়েন্ট দিয়ে ধৃত আসমীদের সাথে জড়িত একটি শক্তিশালী চক্র বিভিন্ন কৌশলে মাদক ও মানব পাচার চালিয়ে আসছিল।

তাদের দাবী এই অভিযান অব্যাহত থাকলে তাদের গ্রুপের অন্য সদস্যরা আইনের জালে আটকা পড়বে।

আরও খবর