এম. সালাহ উদ্দিন আকাশ :
উখিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২’শ ছাড়িয়েছে। গত মঙ্গল বার ১ রোহিঙ্গাসহ ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা উপজেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজন বড়ুয়া রাজন।
সূত্র জানায়, মঙ্গলবার (৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এক রোহিঙ্গাসহ উখিয়া উপজেলার ২২ জনের নমুনায় করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এছাড়াও ২ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে।
সংশ্লিষ্ট জানা গেছে, মঙ্গলবার শনাক্ত ২২ জন জনসহ উখিয়া উপজেলায় মোট ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে ৩৪ জন মিয়ানমার নাগরিক। এর মধ্যে মোট ৩২ জন রোগী সুস্থ হয়েছে। বাকি ১৭০ জন বিভিন্ন আইসোলেশন ও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এবং করোনা আক্রান্ত হয়ে ৩ রোহিঙ্গার মৃত্যু হয়েছে (মঙ্গলবার একদিনে করোনা আক্রান্ত দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে)।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-