লোহাগড়া প্রতিনিধি ◑
লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের দরগামুড়া থেকে এনামুল হক ওরফে গুরামনু (৩৫) নামে এক বাঁশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি পুটিবিলা মাষ্টার পাড়ার জালাল আহমদের পুত্র।
আজ বুধবার (১০ জুন) সকাল ৭টার দিকে উপজেলার দরগামুড়া থেকে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাচ্ছিল না স্বজনরা। আজ বুধবার বতসঘর থেকে অন্তত ১ কিলোমিটার উত্তর-পূর্বে নতুন পাড়ায় পাহাড়ের ঢালুতে তার লাশ পাওয়া গেছে।
সংবাদ পেয়ে লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ ব্যক্তির মৃত্যুরহস্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার মুখে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে। ময়নাতদন্ত রির্পোটের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি বলেন।
এব্যাপারে মৃতব্যক্তি স্ত্রীর দারখাস্তের ভিত্তিতে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-