সাংবাদিক মোনায়েমের মা আর নেই

কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানের মৃত্যুর দুই দিনের মাথায় মারা গেলেন গর্ভধারীনি মা।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২ টার দিকে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন।

আজ এশার নামাজের পর তারাবনিয়ারছড়া কবরস্থানে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

মরহুমার আত্মার মাগফিরাতের জন্য সবার জন্য দোয়া চেয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাধারণ সম্পাদক আনছার হোছেন।

উল্লেখ্য, সাংবাদিক আবদুল মোনায়েম খান গত ৭ জুন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

আরও খবর