গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ কোস্টগার্ড সদস্যরা পৃথক ২টি অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। উক্ত অভিযানে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড।
৭জুন (রবিবার) দুপুরে সত্যতা নিশ্চিত করে টেকনাফ কোস্টগার্ড সদর গোয়েন্দা মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার এম.হায়াত ইবনে ছিদ্দিক জানান, ৬জুন (শনিবার) রাত ৯ টার দিকে টেকনাফ সেন্টমার্টিন কেয়ারী ঘাট এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত ব্যাক্তি হচ্ছে,টেকনাফ হ্নীলা ইউনিয়ন জাদিমুরা এলাকার নুর হোসেনের পুত্র মোঃ ওসমান (২২)।
অপর দিকে একই দিন সন্ধ্যা ৭ টার দিকে কোস্টগার্ড সদস্যরা অস্থায়ী চেকপোস্টের সামনে থেকে সিএনজি চালিত একটি অটোরিক্সা তল্লাশি করে চার হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা গুলোর সাথে জড়িত থাকার অপরাধে মোঃ আব্দু রহিম (৩২) ও মোঃ ইসমাইল (২২) নামে দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, ধৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-