গিয়াস উদ্দিন ভূলু ◑
টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ট্রাক হতে ইয়াবাসহ ৩জন মাদক কারবারীকে আটক করেছে।
তথ্য সূত্রে জানা যায়, ২জুন (মঙ্গলবার) গভীর রাত দেড়টার দিকে র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পে দায়িত্বরত সদস্যরা গোপন সংবাদের তথ্য অনুযায়ী কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ সদর ইউনিয়ন বরইতলী এলাকায় যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করার সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত কয়েকজন অপরাধী সুকৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে ৩ জনকে আটক করতে সক্ষম হয়।
ধৃত ব্যাক্তিরা হচ্ছে দিনাজপুর চক্কানচর এলাকার মোঃ আমজাদ হোছনের পুত্র ট্রাক চালক মনোয়ার হোছন (৩২), কক্সবাজার সদরের ঈদগাও নাপিতখালী এলাকার মঞ্জুর আলমের পুত্র মিনহাজুল আবেদীন ফাহিম (২০), চট্টগ্রাম মীরসরাই এলাকার মৃত আনোয়ার হোছনের পুত্র নুর আলম (৪৯)।
এরপর তাদের দেহ তল্লাশী করে ৪ হাজার, ৬শত, ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান আটক তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-