সংবাদ বিজ্ঞপ্তি ◑
ইসরাত নাহিয়ান ইলা মনি পিতা মাতার প্রথম সন্তান। শুরু থেকেই লেখা পড়ায় ছিলেন দারুন মনোযোগী। পেয়েছেন তৃতীয় শ্রেণী,পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি।
সে চকরিয়া কোরক বিদ্যাপীঠ হতে এই বারের এসএসএসি পরীক্ষায় পেয়েছেন গোল্ডেন এ প্লাস।
এই সফলতার জন্য সে তার পিতা-মাতা সহ শিক্ষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বড় হয়ে সে ডাক্তার হতে ইচ্ছুক।
সে টেকনাফের স্বনাম ধন্য পরিবারের সন্তান। তার পিতা টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এবং বিশিষ্ট ব্যবসায়ী। তার নানা মাষ্টার হাজী নুরুল ইসলাম এবং দাদা আমির হামজা সওদাগর।
উল্লেখ্য যে, সে বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের ভাগনী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-