কক্সবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদকসহ পরিবারের ৫ সদস্য করোনা আক্রান্ত

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, স্ত্রীসহ পরিবারের ৫ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩০মে) সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে তাদের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজেটিভ’ দেয়।

কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

মেয়র মুজিবুর রহমানসহ অন্যান্যরা গত ২৯মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তাঁদের শরীরের স্যাম্পল টেস্ট করতে দিয়েছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত ২৮মে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান ও সালাহউদ্দিন সেতু করোনা আক্রান্ত হন।

দোয়া চেয়েছেন মেয়র মুজিবুর রহমান :
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

মেয়র মুজিবুর রহমান বলেন, জনসেবা করতে জনতার মাঝে থাকতে গিয়ে আমি এবং আমার পরিবারের সদস্যরা আজ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছি।

আরও খবর