বলরাম দাশ অনুপম ◑
কক্সবাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় জেলা অনুর্ধ-১৯ ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জুয়েল নিহত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জুয়েল কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ার ছড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শনিবার সকালে মোটর সাইকেল নিয়ে কক্সবাজার শহরে আসার পথে বাংলাবাজার ব্রীজ এলাকায় অন্য একটি গাড়িকে সাইট দিতে গিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে জুয়েল। এসময় ব্রীজের বড় পিলারের সাথে সজোরে ধাক্কা খায় জুয়েল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
এদিকে কৃতি ফুটবলার জুয়েলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-