চট্টগ্রাম ◑ নগরীর পাথরঘাটা এলাকায় ইয়ারাসহ তিনজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- মো. খোরশেদ আলম (৩২), মো. সাইফুল ইসলাম (২৪) ও মো. উসমান (৪৬)। আজ শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় মেরিম রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতেই মেরিন রোডের ওই মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে দোকানের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিনজনকে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আটক করা হয়।
আটককৃতদের মধ্যে মূলত খোরশেদ আলমই ইয়াবা ব্যবসায়ী। বাকী দুজন তার সহযোগী। তারা দীর্ঘদিন ধরেই মুদি ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল।
র্যাব আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-