টেকনাফে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাষ্টার মাইন্ড সদস্য ইসহাক নিহত

গিয়াস উদ্দিন উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑ 
টেকনাফে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের মাষ্টার মাইন্ড(বস) ইসহাক নামে এক অপরাধী নিহত।

তথ্য সূত্রে জানাযায়, ২৯মে (শুক্রবার) গভীর রাতে র‍্যাব-১৫(সিপিসি-২) টেকনাফ হোয়াইক্যং’এ কর্মরত সদস্যরা গোপন সংবাদে জানতে পারে টেকনাফ সদর ইউনিয়ন খোনকার পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অস্ত্রধারী একদল ডাকাত অপরাধ সংঘটিত করার জন্য অবস্থান নিয়েছে। সেই তথ্য অনুযায়ী র‍্যাব সদস্যরা গভীর রাত ২টার দিকে অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা উপস্থিতি টের পেয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলিবর্ষন শুরু করলে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়ে।

উক্ত ঘটনায় গহীন পাহাড়ে লুকিয়ে থাকা শীর্ষ ডাকাত জকির গ্রুপের মাষ্টার মাইন্ড সদস্য ইসহাক নামে এক অপরাধী গুলিবিদ্ধ হয়। এরপর গুলিবিদ্ধ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

নিহত যুবক হচ্ছে,টেকনাফ সাবরাং ইউনিয়ন আচার বনিয়া ৫নং ওয়ার্ড এলাকার আব্দুল মতলবের পুত্র মোঃ ইসহাক(৩২)।

এদিকে ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ২টি অস্ত্র,৬রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

এই অভিযানে সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ দায়িত্বরত কর্মকর্তা মেজর মেহেদী হাসান বলেন, স্থানীয় যুবক নিহত ইসহাক গহীন পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত জকির গ্রুপের অন্যতম মাষ্টার মাইন্ড সদস্য তার সহযোগীতা নিয়ে রোহিঙ্গা ডাকাত দল অসহায় রোহিঙ্গা স্থানীয়দের অপহরণ করা সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, নিহত অপরাধীর বিরুদ্ধে মাদক পাচার,অস্ত্র ব্যবসা, ডাকাতী,মানুষ হত্যাসহ নানা অভিযোগ রয়েছে।

আরও খবর