ইমাম খাইর, কক্সবাজার ◑
সরকারি বিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হলো আবু সুলতান প্রকাশ নাগু কোম্পানির জানাজা।
বৃহস্পতিবার (২৮ মে) বেলা ২ টার দিকে কক্সবাজার সদরের খুরুশকুলের ফকির পাড়া জামে মসজিদের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জন মতো নিকটাত্মীয় এতে অংশগ্রহণ করেন।
জানাজার নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা জালাল আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।
তিনি জানান, পূর্ব নির্ধারিত সময় তিনটা হলেও লোকসমাগম এড়াতে প্রশাসনের নির্দেশনা মতে আগেভাগে জানাজা সম্পন্ন করে ফেলা হয়েছে।
এরপরও প্রচুর পরিমাণ লোকজন পাড়া-মহল্লা ও রাস্তায় অপেক্ষা করে।
নাগু কোম্পানি খুরুশকুলের ফকির পাড়ার বাসিন্দা ও হোটেল মোটেল জোনের সুগন্ধা হোটেলের মালিক।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল পৌনে ৯ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাগু কোম্পানি।
তিনি ৪ ছেলে ৩ মেয়ের জনক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি ডায়াবেটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-