মহেশখালীতে চুরির অভিযোগে কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন, আটক ৩

মহেশখালী প্রতিনিধি ◑
কক্সবাজারের মহেশখালীতে শিক্ষকের বাড়ি থেকে টাকা চুরি করার অভিযোগে হাত-পা বেঁধে এক কিশোরকে মারধর করেছে স্থানীয় ইউপি’র চৌকিদার আবু তাহেরসহ কয়েকজন যুবক।

নির্যাতিত কিশোরের নাম ওসমান (১৩)। উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে গত রবিবার (২২ মে) ধলঘাটা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। নির্যাতিত কিশোর একই এলাকার চিকনি পাড়া গ্রামের কৃষক মোহাম্মদ হোছাইনের ছেলে ও কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, ওসমান নামের ওই কিশোর অনেক কান্নাকাটি করে ছেড়ে দেয়ার আকুতি জানালেও তাতে কোনো কাজ হয়নি। ঘটানাটি প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও বিষয়টি গতকাল মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন সংবাদমাধ্যমের নজরে আসে। এ ঘটনায় আজ বুধবার সকাল ১১টায় মাস্টার ছালেহ আহমদ, স্থানীয় মেম্বার, অভিযুক্ত চৌকিদারসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য মহেশখালী থানা পুলিশ আটক করেছে।

নির্যাতিত ওসমানের পিতা মো. হোছাইন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে জানান, এমন নির্যাতন মানুষ মানুষকে করে না।

বিষয়টি নিয়ে অভিযুক্ত ও আটক ছালাহ আহমদের স্ত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, নির্যাতনের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, বিষয়টি সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরও খবর