কক্সবাজার জার্নাল ডটকম ◑
কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত জেলায় ৪৫৩ করোনা রোগী শনাক্ত হয়েছে।এরই মধ্যে ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। দিন দিন পরিস্থিতির অবনতি হওয়ায় করোনা আক্রান্ত রোগীদের চিকিতসা সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বৃদ্ধির জন্য সিনিয়র সচিব হেলালউদ্দিন আহমদ এর নির্দেশনায় ৭টি পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন।
২৬মে মঙ্গলবার জেলা প্রশাসক মো: কামাল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পক্ষেপগুলো প্রকাশ করেন।
পদক্ষেপগুলো হলোঃ
১। রামু ও চকরিয়ার প্রতিটি ৫০ বেডের আইসোলেশন সেন্টারের ধারণ ক্ষমতা ৭৫ বেডে উন্নিত করা হচ্ছে।
২। চকরিয়া খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালের ১৫টি বেড শুধুমাত্র কভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিতসায় সংরক্ষিত থাকবে।
৩।কক্সবাজার সদর হাসপাতালে নির্মাণাধিন ১০টি আইসিইউ ইউনিটের পাশাপাশি সাধারণ রোগীদের সুরক্ষা নিশ্চিত করে ৫০ বেডের করোনা আক্রান্ত রোগীদের চিকিতসার জন্য আইসোলেশন ইউনিট পৃথক করার উদ্যোগ নেয়া হয়েছে।
৪।উপযুক্ত সুবিধা সম্বলিত হোটেলকে সদর হাসপাতেলের সম্প্রসারিত আইসোলেশন ইউনিট হিসাবে ব্যবহার করা হবে।যাতে অন্তত ২০০টি বেড থাকবে।
৫।এর পাশাপাশি জরুরী প্রয়োজনে বেসরকারী ক্লিনিক ও হাসপাতালকে সাময়িকভাবে কভিড-১৯ করোনা হাসপাতাল হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৬।কভিড-১৯ শনাক্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে টেস্টের সংখ্যা বৃদ্ধির জন্য আরও পিসিআর ল্যাব স্থাপন করার আলোচনা চলছে। এছাড়া উখিয়ায় রোহিঙ্গাদের করোনা পরীক্ষার জন্য আলাদা পিসিআর ল্যাব স্থাপন করার চেস্টা চলছে।
৭।উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি স্থানীয় কোন স্থাপনাকে আইশোলেসন সেন্টার হিসাবে ব্যবহার উপযোগী করার জন্য ইউএনওদের বলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-