মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ২৬মে ১৬৪জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৩৯জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, নতুন ৩৬জন। ৩জন আগে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট। বাকী ১২৫জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ২৬মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৩৬জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২০জন, চকরিয়া উপজেলায় ৯জন, উখিয়া উপজেলায় ৬জন এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১জন।
এনিয়ে কক্সবাজার জেলায় মঙ্গলবার ২৬মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪৫৩ জন। তারমধ্যে, করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী রয়েছে ২৯জন।
তাছাড়া, আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্টে মঙ্গলবার ২৬মে উখিয়া উপজেলার ২জন এবং রোহিঙ্গা শরনার্থী ১জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।
২৬ মে পর্যন্ত উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চকরিয়া উপজেলায় ১৪০ জন, কক্সবাজার সদর উপজেলায় ১৩৮জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ২৮জন, উখিয়া উপজেলায় ৫৩ জন, টেকনাফ উপজেলায় ১৫জন, রামু উপজেলায় ৮জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৯জন।
কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৬জন করোনা রোগী। মোট ৮৬জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-