সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করে কাপড়ের দোকান/শপিংমল খোলা রাখায়
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে দুইজন দোকানদারকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় মার্কেটিং করতে অাসা পাঁচজন ক্রেতাকে ২৫০০ টাকা জরিমানা করা হয়।
২৩মে (শনিবার) দুপুরের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার অভিযান চালিয়ে ভ্রাম্যমান অাদালতের মাধ্যমে সাজা ও জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান/ শপিংমল খোলায় দুইজনকে দন্ড এবং লকডাউন না মেনে মার্কেটিং করতে অাসায় ৫ জনকে জরিমানা করা হয়েছে।
কক্সবাজারে কোন ভাবেই কাপড়ের দোকান/শপিংমল খোলা রাখা যাবে না। এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-