এবার কক্সবাজারে পুলিশ সদস্য ‘করোনায়’ আক্রান্ত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা পুলিশের প্রথম একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার ২২মে কক্সবাজার মেডিকেল কলেজ থেকে উক্ত পুলিশ সদস্যের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। তিনি রামু উপজেলার ঈদগড় পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, উক্ত পুলিশ সদস্যকে আনতে ঈদগড়ে এম্বুলেন্স পাঠানো হয়েছে। তাঁকে রামু ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে রেখে চিকিৎসা সেবা দেওয়া হবে।

ডা. নোবেল কুমার বড়ুয়া আরো জানান, উক্ত পুলিশ সদস্য চট্টগ্রাম থেকে এসেছেন। তার সাথে সম্পৃক্ত হওয়া সকলকে সনাক্ত করে কোয়ারান্টাইনে রাখতে এবং তাদের স্যাম্পল কালেকশন করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে টেস্টে পাঠাতে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

আরও খবর