নিজস্ব প্রতিবেদক ◑
করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজার শহরের বাজারঘাটা মসজিদ রোডের “মেসার্স হাজী কাসেম এন্ড সন্স” স্বত্বাধিকারী হাজী নুরুল এর আবছার মৃত্যু হয়েছে।
গত ২০মে বুধবার কক্সবাজার সদর হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তিনি।সেখানেই ২১মে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
পৌরসভার সাবেক কমিশনার আবু জাফর ছিদ্দিকি জানান, নুরুল আবছর বড় বাজার মসজিদ মার্কেটের ১ নং দোকানে ব্যবসায়ী তাঁর আসল বাড়ি সাতকানিয়া লোহাগাড়া। পিতার নাম হাজী মো. কাশেম। আমার জানা মতে নুরুল আবছার কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অাছে। তাঁর করোনা পরীক্ষা করা হয়।
২১ মে পরীক্ষার রিপোর্টে পজেটিভ আসে। তবে জানতে পেরেছি রাত ৯ টার দিকে তার অবস্থা অবনতি হলে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে সময় তাঁর মৃত্যু হয়। নিহত নুরুল আবছার বার্মিজ স্কুল রোড়ের ছানাউল্লাহর বিল্ডিংএ ভাড়া থাকতো।
এদিকে হাজী নুরুল আবছার সহ কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত তিনজন মৃত্যুবরণ করেছে।এর মধ্যে রামুর কাউয়ারখোপের একজন মহিলা অপরজন শহরের তারাবনিয়ার ছড়ার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-