উখিয়ায় UNHCR ও RRRC অফিসের ২স্টাফ করোনায় আক্রান্ত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়া উপজেলায় ২০মে বুধবার জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন এর (UNHCR) এর একজন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩০বছর বয়সী UNHCR এর এই নিরাপত্তাকর্মী কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে পূর্ব পাড়ায় কর্মরত ছিলেন।

একইদিন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) অফিসের ১জন স্টাফও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৯ বছর বয়সী তিনিও কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের পূর্ব পাড়ায় কর্মরত ছিলেন।

উখিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার করোনা ভাইরাস সনাক্ত হওয়া RRRC অফিসের একজন স্টাফ ও UNHCR অফিসের অপর স্টাফকে তাৎক্ষণিক হোম আইসোলেশন পাঠানো হয়েছে।

সূত্র আরো জানান, তাদেরকে উখিয়া উপজেলা স্বাস্থ্য টিমের তত্বাবধানে করোনা রোগী চিকিৎসার ন্যাশনাল গাইডলাইন ফলো করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এদু’জন করোনা ভাইরাস সনাক্ত হওয়া UNHCR ও RRRRC অফিসের স্টাফদ্বয়ের সাথে সম্পৃক্ত থাকা সকলকে আলাদা করে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

এনিয়ে ২০মে পর্যন্ত উখিয়ায় মোট ৩৩জন করোনা রোগী সনাক্ত করা হলো। এছাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে এপর্যন্ত আরো ১০জন রোহিঙ্গা শরনার্থী করোনা রোগী সনাক্ত করা হয়।

আরও খবর