নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজারের উখিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপজেলার কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে অধিক ফলনশীল বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়েছে।
১৯ মে (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে ফুড এগ্রিকালচার অরগানাইজেশান (FAO) এর সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৪শ কৃষক-কৃষাণীর মাঝে বীজ, হাত ধোয়ার সাবান ও টিস্যু বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্টানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ, হাত ধোয়ার সাবান ও টিস্যু বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার জেলার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবুল কাশেম।
কৃষিবিদ মোহাম্মদ আবুল কাশেম জানান, অধিক ফলনশীল সবজির চাষ এই উপজেলার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া ও বর্তমান করোনা ভাইরাসের সংকটময় সময়ে কোন কৃষক-কৃষাণী যেন তাদের কোন জমিই পতিত ফেলে না রেখে সবজি চাষ করেন সেই লক্ষ্যে কৃষক-কৃষাণীর মাঝে এই বীজগুলো বিতরন করা হচ্ছে।
অনুষ্টানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কমকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্য বিধি ও নিয়ম-কানুনগুলো সঠিক ভাবে পালন করে ঘরে অবস্থান করার আহ্বান জানানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-