নিজস্ব প্রতিবেদক ◑
পবিত্র রমজানে মদ পান করে বাড়ি ফেরায় বড় ভাইকে পিঠিয়ে খুন করল ছোট ভাই। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের লামাজিপাড়ায় এঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার এক সহযোগীকেও থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মাসুম খান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসেও মদ পান বন্ধ করেনি লামাজিপাড়ার মৃত বদিউল আলম ওরফে বদুর ছেলে করিমতাজ মিয়া (২৯)। প্রতিনিয়নের মত সোমবার রাতে মদ পান করে বাড়িতে ফিরলে আপন ছোট ভাই মমতাজ মিয়া বড় ভাইয়ের কাছে মদ পানের কারণ জানতে চান। ভবিষ্যতে মদ পান করলে কঠিন পরিণতি হবে বলে সতর্ক করেন ছোট ভাই। এসময় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাইকে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিঠিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মাসুম খান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার কারণ জানা গেছে। পুলিশ অভিযুক্ত ছোট ভাইকে গ্রেপ্তারে করেছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-