সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার শহরতলীর লিংকরোড এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপারকে অাটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ব্যবহ্নত ঢাকা মেট্টো-ট- ২২-৭৭০৮ নম্বরের ট্রাক জব্দ করা হয়।
ধৃত ট্রাক চালক মো. দুখু মিয়া (৩৪) ও হেলপার মো. ফয়সুল ইসলাম রানা (২৮)।
রোববার (১৭ মে) রাত ১২ টার দিকে লিংকরোড ফরেস্ট চেক পোস্ট সংলগ্ন হাজী গফুর মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর লিংকরোড ফরেস্ট চেক পোস্ট সংলগ্ন হাজী গফুর মার্কেটের সামনে থেকে ১০০০০ ( দশ হাজার) ইয়াবাসহ ঢাকা মেট্রো ট-২২-৭৭০৮ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়।
উক্ত ঘটনায় আটক ট্রাক চালক মো. দুখু মিয়া (৩৪) ও হেলপার মো. ফয়সুল ইসলাম রানা (২৮) কে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-