উখিয়াতে রোববার স্বামী স্ত্রী, স্বাস্থ্যকর্মী সহ আক্রান্ত ৪, রোহিঙ্গা ক্যাম্পে ১

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়া উপজেলায় রোববার ১৭মে ৪জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। তারমধ্যে, জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের মকবুল আহমদ পরিবারের স্বামী ও তার স্ত্রী রয়েছেন। স্বামী’র বয়স ২৮বছর ও স্ত্রী’র বয়স ২৫বছর। একই পরিবারের আগে আরো ৪ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পালংখালী ইউনিয়নের থাইংখালীর ২৫বছর বয়সী একজন পুরুষ স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

তিনি গয়ালমারা এমএসএফ এর মাধ্যমে তার শরীরের স্যাম্পল টেস্টে পাঠিয়েছিলেন। উখিয়া মুহুরীপাড়ার ৪১বছর বয়সী একজন পুরুষ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি কুতুপালং এমএসএফ ওসিএ এর মাধ্যমে তার স্যাম্পল টেস্টে পাঠিয়েছিলেন। এ নিয়ে উখিয়া উপজেলায় রোববার ১৭মে পর্যন্ত মোট ২৬জন করোনা রোগী সনাক্ত করা হলো।

এদিকে, রোববার ১৭মে করোনা ভাইরাস সনাক্ত হওয়া রোহিঙ্গা শরনার্থীর নাম-সাফিয়া আকতার, তার বয়স ১৭বছর। সে কুতুপালং ২নম্বর ক্যাম্পের পশ্চিম পাশের সি-২ ব্লকের বাসিন্দা। তার মাঝির নাম ছৈয়দ আলম। সে কুতুপালং আইএমও হাসপাতালের মাধ্যমে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল টেস্টে পাঠিয়েছিলো। সে একজন রেজিস্ট্রাড রোহিঙ্গা (Forcibly displaced myanmar Nations-বলপূবর্ক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক)। রোববার ১৭মে করোনা সনাক্ত হওয়া উক্ত রোহিঙ্গা শরনার্থীসহ ক্যাম্পে গত ৪দিনে মোট ৫জন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হলো।

আরও খবর