চকরিয়া প্রতিনিধি ◑
কক্সবাজারের পেকুয়ার ইউপি সচিবের সাথে বাগবিতণ্ডার জেরে ইউপি সদস্য নেজাম উদ্দিনকে পেটালো ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর। গতকাল শনিবার (১৬ মে) বেলা ২টায় উপজেলার রাজাখালী ইউনিয়নে ঘটে এ ঘটনা ঘটে দাবি করে থানায় রাত সোয়া ১০টায় মামলা করা হয়।
থানায় দেয়া এজাহারে পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য নেজাম উদ্দিন দাবি করেন, তাকে প্রকাশ্যে তুলে নিয়ে মারধর করে এক ঘণ্টার মধ্যে ছেড়ে দিয়েছে একই ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ নূর। তাকে পিটিয়ে আহত করায় শরীরের বিভিন্নস্থানে জখম করা হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ সচিবের সাথে কথা কাটাকাটির জের ধরে চেয়ারম্যান ছৈয়দ নূর তাকে (নেজাম) সিএনজি অটোরিক্সায় তুলে ইউনিয়নের বদিউদ্দিন পাড়ায় নিয়ে যায়। এই খবর জানার পর তাকে উদ্ধারে পুলিশ কঠোর হয়। একপর্যায়ে পুলিশের তৎপরতায় ইউপি সদস্য নেজাম উদ্দিনকে ছেড়ে দিতে বাধ্য হয় ছৈয়দ নূর।
তবে পরিবারের দাবি, মেম্বার নেজামকে অপহরণ করে মারধর করা হয়। পুলিশ তৎপর হওয়ায় চেয়ারম্যান তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
পেকুয়া থানার ওসি মো. কামরুল আজম বলেন, মারধরের ঘটনা নিয়ে রাত সোয়া ১০ টার দিকে একটি মামলা করা হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-