নিজস্ব প্রতিবেদক ◑
উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ৩য় ব্যাচ কৃষক কৃষানী প্রশিক্ষণ ১৫মে ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯ টায় উখিয়া উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্ধ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ দোলন চন্দ্র রায় বলেন, আধুনিক চাষাবাদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেমন কৃষক আর্থিক লাভবান হয়, অপরদিকে আশানুরূপ ফলন পাওয়া যায়। কৃষকদের সঠিক সময়ে আগামী আমন মৌসুমে সঠিক বয়সের চারা রোপন, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, লোগো পদ্ধতি অনুসরন ও পার্চিং লাগানোর উপর গুরুত্বআরোপ করেন।
তিনি আরো বলেন, বৈজ্ঞানিক উপায়ে কৃষিপন্য উৎপাদন বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নাই। উখিয়ার কৃষকের দৌড়গোড়ায় সেবা দিতে কৃষি বিভাগের লোকজন সার্বক্ষণিক মাঠে কাজ করবে। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-