নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা অাব্দুর রহমান নামে এক ব্যক্তির শরীরে পূর্বেই প্রাণঘাতি করোনা সনাক্ত হয়েছিল।
১৪ মে (বৃহস্পতিবার) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৮৬ জনের স্যাম্পল টেস্ট করা হয়। এতে ১২ জন করোনা রোগি সনাক্ত । এর মধ্যে পূর্বে সনাক্ত হওয়া আবদুর রহমনের পরিবারের ৯ জন বলে নিশ্চিত হয়েছে। বাকি ৩ জনের মধ্যে ২ জন রোহিঙ্গা। তারা ক্যাম্প-১ এর ব্লক এফ এবং অপর জন কুতুপালং ক্যাম্পের বাসিন্দা বলে জানা যায়।
এছাড়াও চকরিয়া হাজিয়ানা পাড়ার একজন করোনা সনাক্ত হয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা রোগি সঠিক ভাবে নিয়ম-কানুন না মেনে এবং নিজের কাজ না করায় হয়তো অতিরিক্ত ছড়িয়েছে। দেখছি দ্রুত এ বিষয়ে কোন একটি ব্যবস্থা নেয়া যায় কিনা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-