কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির আগের সিদ্ধান্ত বহাল, খুলছে না দোকানপাট

নিজস্ব প্রতিবেদক ◑

উখিয়ায় কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির দোকান বন্ধের সিন্ধান্তই বহাল থাকবে বলে জানিয়েছেন দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক সও। তিনি বলেন, ‘আমাদের আগের সিদ্ধান্তই বহাল থাকবে।

মঙ্গলবার (১২মে) সন্ধ্যায় কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির কার্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে নিয়ে ব্যবসায়ীদের সাথে মালিক সমিতির বৈঠক হয়। এ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি।

আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনাসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে। যে কোনো পর্যায়ে দোকান খুললেই জনসমাগম ঘটে। তাই এ পরিস্থিতি বিবেচনা করে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি গত (৯ মে) দোকান বন্ধের সিদ্ধান্ত দিলে তা নিয়ে অনেক ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। যার কারণে আমরা পূণরায় ব্যবসায়ীদের সাথে আলাপ-আলোচনায় বসি। এতে ৭৫ ভাগ ব্যবসায়ী দেশের পরিস্থিতি ও কোটবাজার এলাকার স্বার্থে দোকান না খোলার পক্ষে এবং আমাদের সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ একমত। তাই আমাদের আগের সিদ্ধান্তই বহাল থাকছে এবং আগামী ৩০মে পর্যন্ত সব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

এদিকে, বর্তমান প্রেক্ষাপটে দোকান না খোলার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, দেশের স্বার্থে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীরা স্বতপ্রণোদিত হয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী।

তিনি সব ব্যবসায়ী সংগঠনের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন এবং উখিয়া উপজেলার সকল কর্মচারীদের বেতন ও অন্যান্য সুবিধাদির প্রতি সুদৃষ্টি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ।

তিনি আশ্বস্ত করে বলেন সরকারের পক্ষ থেকে উখিয়া উপজেলার দোকান কর্মচারীদের সহযোগিতায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

আরও খবর