শহরের টেকপাড়ায় এ পর্যন্ত ৩ করোনা রোগী সনাক্ত

আসিফুল করিম, কক্সবাজার ◑
কক্সবাজার শহরের টেকপাড়ায় এ পর্যন্ত ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আজও কক্সবাজার সদরে প্রাণঘাতী করোনা ভাইরাসে সনাক্ত হওয়া ৩ জনের মধ্যে ১ জন কক্সবাজার পৌরসভায় ৪নং ওয়ার্ড়ের টেকপাড়া মসজিদ রোড়ের বাসিন্দা এক যুবক (৩০)।

বিগত কিছুদিন ধরে সর্দি – কাশিঁ করোনা উপসর্গ দেখা দিলে সে নিজেই গিয়ে রোববার ( ১০ই মে) মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল টেস্ট দিয়ে আসে । সোমবার যার রিপোর্ট পজিটিভ এসেছে ।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলি এহেসান।

করোনা উপসর্গ বেশি না থাকায় বর্তমানে সে নিজ বাড়িতে সেল্ফ আইসোলেশনে আছে বলে জানা গেছে । এর আগে আরও টেকপাড়া এলাকায় আরও ২ জন করোনা রোগী সনাক্ত করা হয়। সব মিলিয়ে টেকপাড়া এলাকাতেই এ পর্যন্ত ৩ করোনা সনাক্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে এলাকাবাসী উদ্বেগ ও আতংকের মধ্যে রয়েছে।

আরও খবর