ইমাম খাইর, কক্সবাজার ◑
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১০ মে) ১২৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।
সেখানে কক্সবাজার সদরে ৬ জন, চকরিয়ায় ১জন, পেকুয়ায় ২ জন ও উখিয়ায় ১ জন।
বাকী ১১৫ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
পজেটিভ রিপোর্ট পাওয়া ১০ জনসহ কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯১ জন।
এর মধ্যে চকরিয়া উপজেলায় ২৫ জন, কক্সবাজার সদর উপজেলায় ২২ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, পেকুয়া উপজেলায় ১৩ জন, উখিয়া উপজেলায় ৮ জন, টেকনাফ উপজেলায় ৬ জন এবং রামু উপজেলায় ৪ জন।
কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি।
৩০ এপ্রিল ছেনু আরা বেগম নামের একজন মহিলা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-