শিশু জয়নাবকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন 

দিনমজুর বাবার সাহায্যের আবেদন

টেকনাফের হোয়াইট্যং বাজারে হাসান নামে এক ব্যক্তি তাঁর মেয়ে জয়নাবকে কাঁদে নিয়ে মানুষের ধারে ধারে চিকিৎসা খরচের টাকা তুলতে দেখা যায়। তাঁর মেয়ে জয়নাবের প্রায় এক বছর আগে চোখে একটি ছোট্ট ফোড়ার মত দেখা মিলে।

সেইটা ধীরে ধীরে বড় হতে লাগলো তিনি চিকিৎসাও চালিয়ে যাচ্ছিলেন, তবুও সেইটা বড় আকার ধারণ করে জয়নাবের বাম চোখে। জয়নাবের বয়স আনুমানিক দের এর অধিক হবে। দেখে মনে হলো শিশুটি বিরল রোগে ভুগিতেছেন। তার চেহারায় বাঁচার আকুতি নিস্তব্ধ আর্তচিৎকারে থমথমে অবস্থা।

একজন নিম্নবিত্ত দিন মজুর বাবার তাঁর শত কষ্টের জমানো সকল অর্থ শিশুটির চিকিৎসার জন্য খরচ করে ফেলে। জানতে পারলাম, এই রোগের চিকিৎসার জন্য আরো অনেক টাকার প্রয়োজন তাই কোন উপায়ন্তর না পেয়ে তিনি সকলের সহযোগিতা/সাহায্য কামনা করেছেন।

রোগীর নাম: জয়নাব (১ বছর ৬ মাস)
রোগীর বাবা: মোঃ হাসান
গ্রাম: দক্ষিণ লম্বা বিল, হোয়াইক্যং,
উপজেলা: টেকনাফ, কক্সবাজার।

আমাদের যৌথ সহযোগিতায় জয়নাবের চিকিৎসা চলছে। যদি কেউ আমাদেরই যৌথ সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তাহলে আমাদের সাথে ও মেয়ের বাবা মো: হাসানের সাথে যোগাযোগ করে সাহায্য দিতে পারেন। হাসানের মোবাইল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন।

যোগাযোগ ঠিকানা •
লুৎফর টেলিকম, কানজর পাড়া: 01829607607.
আব্বাস টেলিকম, হ্নীলাবাজার: 01970125959.
নুরুল আমিন টেলিকম, হোয়াইক্যং:01975710711

আরও খবর