কক্সবাজার সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার সদর হাসপাতালের করোনার উপসর্গ নিয়ে সালামত উল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। করোনা রোগীদের জন্য তৈরি করা আইসোলেশন ওয়ার্ডে ওই যুবকের মৃত্যু হয়েছে। যদিও তার শরীরে করোনাভাইরাসের জীবাণু আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্যাম্পল পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
৫ মে (মঙ্গলবার) কক্সবাজার সদর হাসপাতালে অতিরিক্ত মাত্রার জ্বর নিয়ে ভর্তি হয়েছিল ওই যুবক। জ্বর থাকায় ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে আইসোলেশন ওয়ার্ডের মৃত্যুবরণ করেন এই যুবক।

মারা যাওয়া ওই যুবক রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের খুইল্লা মিয়ার ছেলে।

এদিকে মারা যাওয়া সালামত উল্লাহর মা-ও করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মহিউদ্দিন।

আরও খবর