জাহেদ হাসান ◑
কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারকালে দুই পাচারকারীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৭মে) রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আব্দুল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কক্সবাজার -টেকনাফ মহাসড়কে তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে হাতেনাতে আটক করে।
আটককৃত আসামীদের নাম ১। ইউসুফ (৪৬),২। রিদুয়ানুল করিম(২০) উভয় সাং রহমতেরবিল থাইংখালী, উখিয়া-কক্সবাজার।
এবিষয়ে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ মুঠোফোনে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-