চট্টগ্রাম ◑ চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩২৮ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব। রবিবার ( ৩ মে) রাত দশটায় উপজেলার মাদামবিবির হাট এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন, মো. ইদ্রিছ মিয়া (৩৫), মো. আবুল কালাম (২৫) ও মো. সুজন (২০)।
র্যাব জানায়, সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় প্রাইভেট কারটি তল্লাশি করে পিছনের বনেটের ভেতর থেকে আনুমানিক চার লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ৩২৮ বোতল ফেন্সিডিল, ১২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল।
আটককৃতদের মধ্যে মো. আবুল কালাম কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুরের আবুল কাশেমের ছেলে, মো. ইদ্রিছ মিয়া খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার তবলছড়ির কুমিল্লা টিলার মরহুম আব্দুছ সোবাহানের ছেলে ও মো. সুজন কুমিল্লার চৌদ্দগ্রামের মধ্যমপাড়া চেয়ারম্যান বাড়ীর আব্দুল গফুরের ছেলে বলে জানা গেছে।
আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-