টেকনাফ প্রতিনিধি : টেকনাফ সীমান্তে এপ্রিল মাসে বিজিবির অভিযানে ৬ কোটি ৮ লাখ ৩৬ হাজার ২শ’ টাকার ইয়াবা ও চোরাই পন্য উদ্ধার করা হয়েছে। এ সব জব্দের ঘটনায় বন্দুক যুদ্ধে এক মাদক পাচারকারী নিহত ও ১জনকে আটক করা হয়। ৫টি মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান জানান, এপ্রিল মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ২ লাখ ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬ কোটি ৬ লাখ টাকা। এই সব ইয়াবা,জব্দের ঘটনায় বন্দুকযুদ্ধে এক পাচারকারী নিহত ও ১জনকে আটক করা হয়। ২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ লাখ ৩৬ হাজার ২শ টাকা মূল্যের চোরাই পন্য জব্দ করা হয়েছে। দুইটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, বিজিবির জওয়ানরা সীমান্তে অভিযান চালিয়ে দেশী তৈরি একটি বন্দুক,একটি কার্তুজের খালী খোসা ও একটি ধারালো কিরিচ জব্দ করা হয়। তবে সীমান্তে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-