রামুতে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

জাহেদ হাসান : রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের তুলাবাগানে মোটরসাইকেল করে ইয়াবা পাচারকালে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে।

২ মে (শনিবার) রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার গামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৪৯৬০ পিস ইয়াবা উদ্ধার সহ ওই পাচারকারীকে হাতেনাতে আটক করে ও মাদক পাচারে ব্যবহৃত একটি ডিসকাভার মোটরসাইকেল জব্দ করে।

আটককৃত আসামীর নাম জাহাঙ্গীর আলম সে মৌলভীবাজার জেলার বাসিন্দা।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর