চট্টগ্রাম ◑ চট্টগ্রামের কোতোয়ালীতে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (২ মে) সকালে নগরীর ফিরিঙ্গীবাজারের ব্রিজঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে ওমর ফারুক (২০) এবং নুরুল আমিন ওরফে মুন্নাকে (১৯) আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি’র উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম বলেন, ইয়াবা পাচার চক্রের এ সদস্যরা কক্সবাজার থেকে ইয়াবার চালান ফেনীতে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় ৫ হাজার পিস ইয়াবা এবং একটি কভার্ডভ্যান জব্দ করা হয়। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা ডিবি পরিদর্শক রুহুল আমিন বলেন, করোনা প্রাদুর্ভাব পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে তারা ইয়াবা পাঁচারে নেমেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এর আগেও অভিন্ন কায়দায় তারা ইয়াবা পাচার করেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-