নিজস্ব প্রতিবেদক ◑
কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহযোগিতা প্রদান কর্মসূচির আওতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালং গ্রামের কৃষক উজ্জ্বল বড়ুয়াকে কম্বাইন হারভেস্টার প্রদান করা হয়েছে।
০২ এপ্রিল (শনিবার) সকালে উখিয়া উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় কৃষকের হাতে যন্ত্রটি বুঝিয়ে দেন।
উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় বলেন, চলতি বোরো মৌসুমে ধান কর্তন,ঝাড়াই,মাড়াই,বস্তাবন্দী করার জন্য সরকার ভুর্তকিতে কৃষককে যন্রটি প্রদান করা হয়।
তিনি আরো বলেন, প্রতি একর জমিতে ধান কেটে ঘরে আনতে ১০/১২ জন শ্রমিকের প্রয়োজন হয়।কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহার করে ২ ঘন্টার মধ্যে ১ একর জমির ধান কাটা,মাড়াই, ঝাড়া এবং বস্তাবন্ধী করা সম্ভব।
এদিকে কৃষক উজ্জ্বল বড়ুয়া যন্ত্রটি পেয়ে উপজেলা কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
কম্বাইন হারভেস্টার বিতরনকালে উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কম্বাইন হারভেস্টারটির বাজার মূল্য ২৮ লক্ষ টাকা। এখানে কৃষক দিয়েছে ১৪ লক্ষ টাকা, বাকি ১৪ লক্ষ টাকা সরকার ভুর্তকি দিয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-