‘ঘরে ঘরে ইসমাঈল সিআইপির জন্ম হোক’

কক্সবাজার জার্নাল রিপোর্ট ◑

করোনার এমন সংকটময় সময়ে ২৫০০ অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট দানবীর মোহাম্মদ ঈসমাইল সিআইপি।

গত একমাসে ব্যক্তিগত তহবিল থেকে তিনি দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থসাহায্যও দিয়েছেন। ইসমাইল সিআইপির উপহার সামগ্রী পাওয়া শত শত দিন মজুর গরীব মানুষ তার জন্য মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করেছেন।

তারা বলেছেন, ঘরে ঘরে ঈসমাইল সিআইপির মতো দানবীর মহৎ মানুষের জম্ম হোক। ঈসমাইল সিআইপি জনপ্রতিনিধি না হয়েও যেভাবে আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা চির কৃতজ্ঞ।

করোনা সংকট শুরু হওয়ার পর থেকে কক্সবাজার ও টেকনাফে ঘরবন্দি মানুষকে সাহায্য অব্যাহত রেখেছেন ইসমাঈল সিআইপি।

তিনি বলেন, আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছেন। বিপদের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব মনে করে তাদের পাশে দড়িয়েছি। তিনি বিত্তবান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

আরও খবর