টেকনাফে মাটিচাপা পড়ে শিশু নিহত: আহত ১

টেকনাফ প্রতিনিধি ◑

হোয়াইক্যংয়ে বসত-ভিটার টিলা কেটে মাটি নেওয়ার সময় টিলা চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। এসময় আরো এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, ১লা মে সকাল সাড়ে ১০টারদিকে উপজেলার হোয়াইক্যং নয়াপাড়ায় মোঃ রফিক ওরফে ছনাইয়া ছেলেদের নিয়ে পাশর্^বর্তী মৃত আবুল হাশেমের বসত-ভিটার টিলা কেটে মাটি আনছিল। হঠাৎ এই টিলার একটি বৃহৎ অংশ ভেঙ্গে মাটি কাটারত শিশুদের উপর চাপা পড়লে রফিকের পুত্র রায়হান (৮) ঘটনাস্থলে মারা যায়। পাশর্^বর্তী বাদশা মিয়ার পুত্র আরাফাত গুরুতর আহত হলে তাকে দ্রæত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে স্থানীয় প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে নিহত শিশুকে বাদে জুমা স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী এই ঘটনার সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য, টেকনাফে নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমার সময়ে পাহাড় কাটা বিরোধী অভিযানে উক্ত মাটি খেঁেকা রফিক ভ্রাম্যমান আদালতে সাজা ভোগের পরও বেধোদয় না হওয়ায় এই নিজ জন্ম দেওয়া ছেলেকে হারালেন

আরও খবর