নিজস্ব প্রতিবেদক ◑
উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেকুন নাহার নামক এক মহিলাকে অস্ত্রসহ আটক করেন ইনানী পুলিশ ফাঁড়ির আইসি সিদ্ধার্থ সাহা।
২৮ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় বড় ইনানী এলাকার আব্দুল করিমের ছেলে মিজানুর রহমানের বাড়িতে মাটিখুঁড়ে অস্ত্র লুকিয়ে রাখার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। আটক মহিলার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ইনানী পুলিশ ফাঁড়ির আইসি সিদ্ধার্থ সাহা জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাটির ভিতর রাখা অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। আটক মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ফাঁড়ির আইসি সিদ্ধার্থ সাহা।
তবে যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি সিদ্ধার্থ সাহা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।যার ফলে উক্ত এলাকার অপরাধ আগের চেয়ে অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি স্থানীয়দের।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-