চকরিয়ায় নারায়নগঞ্জ ফেরত এক ব্যক্তির শরীরে করোনা সনাক্ত 

রাজু দাশ, চকরিয়া ◑

কক্সবাজারের চকরিয়ায় নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তির করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তিনিই প্রথম এ উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত এক ব্যক্তি।

আক্রান্ত যুবক সাহিদুল ইসলাম (২৪) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের  হাঁসেরদিঘী কাচারিপাড়া এলাকার সালাউদ্দিন আহমেদ এর ছেলে।

সাহিদুল নারায়ণগঞ্জ একটি প্রাইভেট গাড়ির চালক হিসেবে  চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ।

তার শরীরে করোনা উপস্বর্গ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার কক্সবাজার  মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমনের বিষয়টি পজেটিভ হিসেবে রিপোর্ট আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, সোমবার ২৭ এপ্রিল ১২২ জনের স্যাম্পল টেষ্ট করা হয়েছে। তাতে ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে রামুর ১ জন,উখিয়ার ২ জন,চকরিয়ার ১ জন ও মহেশখালীর ১ জন।

আরও খবর