সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের প্রায় ২৫০শ’ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুছ ভূট্টো।
২৪ এপ্রিল (শুক্রবার) প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে ঘরেবন্দি কর্মহীন হয়ে পড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডর নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়।
তিনি প্রতিবছরই নিজস্ব অর্থায়নে অসহায় ও দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার দিয়ে থাকেন।
চেয়ারম্যান মো. ইউনুছ ভূট্টো বলেন, অামি প্রতিবছর রমজান মাসের শুরুেতই সাধ্যমতে ইউনিয়নের অসহায় ও দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী দিয়ে থাকি। এবার আমার ইউনিয়নের ঘরেবন্দি কর্মহীন মানুষের মাঝে এসব সামগ্রী বিতরন করেছি। এছাড়াও চলমান প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে যারা একেবারেই গরিব ও অসহায় তাদের ক্ষুধা নিবারণের লক্ষ্যে সরকারী ত্রাণের পাশাপাশি নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী চলমান রাখবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী চলমান রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-