জালিয়াপালংয়ে মসজিদে মসজিদে জীবাণুনাশক স্প্রে ছিটালেন ‘বন্ধন ছাত্র উন্নয়ন সংস্থা’

আবদুল্লাহ আল আজিজ,কক্সবাজার জার্নাল ◑

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিদানিয়া গ্রামে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এলাকার ১০টি মসজিদে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেছে ছাত্র সংগঠন ‘বন্ধন ছাত্র উন্নয়ন সংস্থা’।

শুক্রবার সকাল ১০টা থেকে এলাকার বিভিন্ন মসজিদের ব্যবহারযোগ্য স্থানাদি, টয়লেট, অজুখানা, আঙ্গিনাসহ বিভিন্ন স্থানে এসব জীবাণুনাশক স্প্রে করা হয়।

এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মসুল্লিদের মাঝে বিভিন্ন সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়েছে বন্ধন ছাত্র উন্নয়ন সংস্থা’।

সংগঠনের সভাপতি সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘মানুষ করোনাভাইরাসের কারণে আতঙ্কিত। আমরা কখনো এ রকম পরিস্থিতি দেখিনি, অভিজ্ঞতাও নেই। আতঙ্ক দিনদিন বাড়ছে। শহর জুড়ে চলছে মাইকিং। যে যেভাবে পারছেন, এগিয়ে আসছেন। তাই মানুষের নিরাপত্তার চিন্তা থেকেই জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ গ্রহণ করি। পরিবেশ, রাস্তাঘাট, পাড়া মহল্লা ও মসজিদসহ সবকিছু যেন জীবাণুমুক্ত থাকে এই জন্যই আমরা এই কাজ করছি। আর মানুষকে সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য। এটা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব।’

সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম তুষার বলেন, জালিয়াপালং ৫নং ওয়ার্ডের প্রথম ছাত্র সংগঠন বন্ধন ছাত্র উন্নয়ন সংস্থা’। আর সংগঠনের তহবিল থেকে আমরা কয়েকটি জীবাণুনাশক ছিটানোর যন্ত্রটি কিনি এবং জীবাণুনাশক মেডিসিন কিনে তা মিশিয়ে নিজেদের কাঁধে করে এই যন্ত্র নিয়ে জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছি এবং এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।’

করোনা প্রতিরোধে ছাত্র সংগঠন ‘বন্ধন ছাত্র উন্নয়ন সংস্থা’র এ উদ্যোগকে জনপ্রতিনিধি ও এলাকাবাসী স্বাগত জানান।

আরও খবর